কর্ণফুলী পেপার মিলস্ লিঃ এর ২০২৪ খ্রি. সনের সিবিএ নির্বাচন গত ১১.০৬.২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজিঃ নং চট্ট ২৬২১) চাকা প্রতীক এবং এবং কেপিএম ওয়ার্কার্স ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-২৭৫০) ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করেন। কেপিএম এর শ্রমিক কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে সকাল ১০:০০ ঘটিকা থেকে বিকেল ৩:০০ ঘটিকা পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৫৪ জন। এদের মধ্যে ১৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ চাকা প্রতীক নিয়ে ৯৩ টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়। কেপিএম ওয়ার্কার্স ইউনিয়ন ছাতা প্রতীক নিয়ে পান ৫৭ টি ভোট এবং ২ টি ভোট বাতিল হয়।