কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড রাঙ্গামাটি জেলায় অন্তর্গত কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে অবস্থিত একটি রাষ্ট্রয়াত্ব কাগজ কল। কারখানাটি ১৯৫৩ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে কারখানাটির বার্ষিক কাগজ উৎপাদন ক্ষমতা ৩০,০০০ মেঃ টন। কারখানা স্থাপিত হওয়ার পর হতে প্রথমে পিআইডিসি (১৯৫৩-১৯৫৮), দাউদ (১৯৫৯-১৯৭১), পেপার এন্ড বোর্ড কর্পোরেশন (১৯৭১-৭৪) এবং পরবর্তীতে ১৯৭৪-৭৫ হতে অদ্যাবধি বিসিআইসি কারখানা পরিচালনা করে আসছে।